সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ
আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তরের সেবা প্রদানে স্বচ্ছতা , জবাদিহিতা ও জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেবার লক্ষ্যে অনলাইন নিবন্ধন সেবা Online Licensing Module (OLM) গত ০১/০৭/২০১৯ তারিখে পূর্নাঙ্গরূপে চালু করা হয়েছে এবং ২০১৯-২০ অর্থ বছর হতে সিসিআইএন্ডই কর্তৃক প্রবর্তিত Online Licensing Module (OLM) এর মাধ্যমে আমদানি ও রপ্তানি করাকগণকে অনলাইনের মধ্যমে স্মার্টলি সেবা প্রদান করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদনের সাথে অনলাইনেই সরকারি বিভিন্ন ফিস পরিশোধ করা হচ্ছে এবং অনুমোদনের পর দ্রুততার সাথে ঘরে বসেই সনদপত্র পাচ্ছেন। দপ্তরের নিজেস্ব ওযেবসাইট তৈরী ও হালনাগাদের মাধ্যমে সকল তথ্য সহজলভ্য করা হয়েছে ।গত ১ জুলাই ২০১৯ হতে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আমদানি নিবন্ধন সনদ (আইআরসি), শিল্প আমদানি নিবন্ধন সনদ (আইআরসি), রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি), রপ্তানি নিবন্ধন সনদ (ইন্ডেন্টিং সার্ভিসেস) সর্বমোট ২৩০ টি সনদ জারি করা হয়েছে এবং ৩৯৪ টি সনদ নবায়ন করা হয়েছে।এছাড়াও ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থবছরে আমদানিকারক,রপ্তানিকারক ও ইন্ডেন্টরগণের অনলাইনে দাখিলকৃত আবেদনসমূহের গড় নিষ্পত্তির হার প্রায় শতভাগ ।